কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) আসনে ৭৩ হাজার ৯৭৪ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ। তার প্রাপ্ত ভোট ৮৬ হাজার ৬৫৮।
এ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান বঙ্গবাসী (ঈগল) পেয়েছেন ১২ হাজার ৬৮৪ ভোট।
বিডি প্রতিদিন/হিমেল