দ্বীপ জেলা ভোলার চারটি আসনের সব কয়টিতেই আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করেছেন। ভোলা -১ সদর আসনে তোফায়েল আহমেদ, ভোলা-২ (বোরহানউদ্দিন ও দৌলতখান) আসনে আলী আজম মুকুল, ভোলা -৩ ( লালমোহন ও তজুমদ্দিন) আসনে নুরুন্নবী চৌধুরী শাওন এবং ভোলা -৪ ( চরফ্যাসন ও মনপুরা) আসনে আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
ভোলা-১ সদর আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের হেভিওয়েট প্রার্থী তোফায়েল আহমেদ ১ লাখ ৮৬ হাজার ৭৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি (লাঙ্গল) মো. শাজাহান মিয়া ৫ হাজার ৯৮০ ভোট পেয়েছেন। ভোলা-২ আসনে আওয়ামী লীগের (নৌকা) প্রতীকের প্রার্থী আলী আজম মুকুল ৮৬ হাজার ১৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি (জেপি) গজনবী (বাইসাইকেল) পেয়েছেন ১ হাজার ৬০৫ ভোট।
ভোলা-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন ১ লাখ ৭২ হাজার ৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগের স্বতন্ত্র (ঈগল) মেজর (অব.) জসিম উদ্দিন ১৭ হাজার ৮১৫ ভোট পেয়েছেন এবং ভোলা -৪ আসনে আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব পেয়েছেন ২ লাখ ৩৪ হাজার ৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (নাঙ্গল) মিজানুর রহমান পেয়েছেন ৫ হাজার ৯১৮ ভোট।
বিডিপ্রতিদিন/কবিরুল