নেত্রকোনা ১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে আওয়ামী লীগের মোশতাক আহমেদ রুহি ১,৫৯,০১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার (ট্রাক প্রতীক) পেয়েছেন ২৫২১৯ ভোট।
নেত্রকোনা ২ (সদর-বারহাট্টা) আসনে আওয়ামী লীগের বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু ১,০৫,৩৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিফ খান জয় স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী পেয়েছেন ৮৬২৮৭ ভোট।
নেত্রকোনা ৩ (আটপাড়া- কেন্দুয়া) আসনে (স্বতন্ত্র) ট্রাক প্রতীকের প্রার্থী ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু ৮৪,৬৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিতটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের অসীম কুমার উকিল নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৬৯,০৪১ ভোট।
নেত্রকোনা ৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে আওয়ামী লীগের সাজ্জাদুল হাসান ১,৮৮,০৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. লিয়াকত আলী অ্যাডভোকেট লাঙল প্রতীকের প্রার্থী পেয়েছেন ৫৭৫৯ ভোট।
নেত্রকোনা ৫ (পূর্বধলা) আসনে নৌকা প্রতীকের প্রার্থী আহমদ হোসেন ৭৯,৬৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মাজহারুল ইসলাম সোহেল ফকির পেয়েছেন ২৭,২১৪ ভোট।
নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে প্রার্থীদের তথ্য ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা শাহেদ পারভেজ।
এসময় পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা, স্থানীয় সরকারের উপ পরিচালক (ডিএিলজি) মামুন খন্দকারসহ অন্যরা উপস্তিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল