১২ জানুয়ারি, ২০২৪ ১৮:০১

কুষ্টিয়ার কুমারখালীতে পূর্ব শত্রুতার জেরে হামলায় দুই ভাই আহত

কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার কুমারখালীতে পূর্ব শত্রুতার জেরে হামলায় দুই ভাই আহত

কুষ্টিয়ার কুমারখালীর কয়ায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় দুই ভাই আহত হয়েছে। হাসপাতালে ভর্তি দুই ভাই গুলিবদ্ধ হওয়ার দাবি করলেও চিকিৎসকরা এখনও গুলির বিষয়টি নিশ্চিত করতে পারেনি। তারা বলছেন, পরীক্ষা-নিরীক্ষা চলছে। শুক্রবার সকালে কয়া ইউনিয়নের বেড় কালোয়া মোড়ে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- কালোয়া গ্রামের মৃত কেঁদো শেখের ছেলে জিয়ার হোসেন (৪৫) ও আলতাফ হোসেন (৫০)। তারা ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। পেশায় তারা জেলে। তারা গুলিবিদ্ধ হয়েছেন বলে হাসপাতালে এসে দাবি করেছেন।

তবে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম বলেন, পূর্বশত্রুতা ও সামাজিক দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার বলেন, গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করা যায়নি। পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে, তারা আশঙ্কামুক্ত।

স্থানীয়রা জানান, বেড় কালোয়া গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুল খালেকের সঙ্গে মৃত কেঁদো শেখের ছেলেদের প্রায় ১০-১৫ বছর ধরে আধিপত্য বিস্তার নিয়ে সামাজিক দ্বন্দ্ব চলছে। পদ্মা নদীতে মাছ ধরা, যেকোনো নির্বাচনসহ বিভিন্ন অজুহাতে প্রায় দু ‘পক্ষ সংঘর্ষে জড়ায়। এরই ধারাবাহিকতায় এ সংঘর্ষ হয়।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর