১৭ জানুয়ারি, ২০২৪ ০৮:৫৪

তীব্র ঠাণ্ডায় রেললাইনে ‘ফাটল’

অনলাইন ডেস্ক

তীব্র ঠাণ্ডায় রেললাইনে ‘ফাটল’

দেশজুড়ে জেঁকে বসেছে শীত। এমন তীব্র ঠাণ্ডায় চুয়াডাঙ্গার জীবননগর উথলীতে রেললাইনে ফাটল দেখা দিয়েছে। এতে ট্রেন চলাচল করছে ধীরগতিতে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে উথলী-দর্শনা রেললাইনের তেঁতুলতলা-ঘোড়ামারা রেলগেটের মাঝামাঝি স্থানে এ ফাটল দেখা যায়।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আশাদুল হক বলেন, ‘তাপমাত্রা হ্রাস পেলে রেললাইনের ধাতব পদার্থ সংকুচিত হয়। অতিরিক্ত ঠাণ্ডায় একপর্যায়ে তা ফাটলে রূপ নেয়। গরমকালে অতিরিক্ত তাপেও ধাতব পদার্থের প্রসারণে এমন ফাটল দেখা দিতে পারে।’

উথলী রেলস্টেশনের স্টেশন মাস্টার আবু সাঈদ জানান, রেললাইন মেরামতের কাজ শুরু করা হয়েছে। অতিরিক্ত ঠাণ্ডার কারণে এ ঘটনা ঘটতে পারে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গায় গতকাল মঙ্গলবার তাপমাত্রা ছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর