নেত্রকোনায় নতুন প্রজন্মকে স্বাধীন দেশের ইতিহাসের সাথে পরিচয় করাতে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক দলিলপত্র এবং ছবি প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা রাজুর বাজার কলেজিয়েট স্কুলের আয়োজনে স্কুল গেটের সামনে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
স্কুলের প্রধান শিক্ষক গোলাম মোস্তফার উদ্যোগে আয়োজিত প্রদর্শনী ঘুরে ঘুরে দেখেন বীর মুক্তিযোদ্ধা আলী আক্তার। এসময় শিক্ষার্থীসহ সাধারণ মানুষ এই মুক্তিযুদ্ধের দুর্লভ ছবির প্রদর্শনী ঘুরে দেখেন। পরে এর উপর দলীয় প্রতিবেদন তৈরি করা স্কুলের শিক্ষার্থীদের হাতে শিক্ষক ও অতিথিরা বই উপহার তুলে দেন।
স্কুলের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা জানান, ১৭৫৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত বিভিন্ন বিষয়ের যুদ্ধ সংক্রান্ত একশত ছবি সংগ্রহ করে এখানে রাখা হয়েছে। রাখা হয়েছে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ছবি, মুক্তিযুদ্ধ বিষয়ক বই। কারণ ওই পরিস্থিতি যেহেতু তাদের দেখানো যাবে না, সেজন্য ছবি দেখে যেন নতুন প্রজন্ম জানতে পারে। মূলত এর জন্যই এই আয়োজন। এই দুর্লভ ছবিগুলো যেখানে-সেখানে পাবে না। এগুলো দেখতে হলে জাতীয় জাদুঘরে যেতে হবে।
বিডি প্রতিদিন/এমআই