নরসিংদীতে লুণ্ঠিত মালামাল ও টাকাসহ ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ডিবি পুলিশের পোশাক, একটি পিকাপ ভ্যান, হ্যান্ডকাফ ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।
আজ সোমবার দুপুর ৩টার দিকে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নরসিংদী পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান।
গ্রেফতার রা হলো নাদিম হোসেন (২৯), তোহা মীর শাওন (৩৮), অন্তর (২৮), আল আমিন (২৫), মামুন (২৯), সোহেল (৩৫), ইলিয়াছ (২৩) তারা নারায়নগঞ্জ, হবিগঞ্জ, ময়মনসিংহ ও নরসিংদী জেলার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, গত ১৫ মার্চ রাতে নারায়ণগঞ্জ থেকে সয়াবিন তেল ভর্তি একটি ট্রাক হবিগঞ্জের উদ্দেশ্য রওনা দেয়। রাত ১০টার দিকে ট্রাকটি ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরের ঘাসিরদিয়া পুকুরপাড় এলাকায় পৌঁছালে ডিবি পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকার থাকা ৭-৮ জনের একটি ডাকাত তাদের গতিরোধ করে। ওই সময় ট্রাক ড্রাইভার ও হেলপারকে গাড়ি থেকে নামিয়ে প্রাইভেট কারে তুলে নেয়। পরে ডাকাত দল তেল বোঝাই ট্রাকটি লুট করে। পরে রাত সাড়ে চারটা দিকে ট্রাক চালক ও হেলপারকে হাত ও মুখ বাধা অবস্থায় নরসিংদী মাধবদীর ডাঙ্গা রোডের একটি ব্রিক ফিল্ড এর সামনে ফেলে রেখে যায়।
এ ঘটনায় শিবপুর থানায় মামলা হলে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার্স ইনর্চাজ খোকন চন্দ্র সরকারের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম তথ্য যুক্তির সহায়তায় অভিযুক্তদের নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে জড়িত সাতজনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে থানায় ডাকাতি মামলা দায়েল করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল