ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম বলেছেন, সামাজিক সুরক্ষা প্রকল্প তথা টিসিবি, ভিজিএফ ও অন্যান্য প্রকল্পের চাল বিতরণে কোনো রকম দুর্নীতি ও অনিয়ম বরদাশত করা হবে না। এর সাথে যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি টিসিবির চাল বিতরণে একজন ডিলার অনিয়ম করায় সোমবার (২৫ মার্চ) বিকাল ৩টার দিকে নিজ কার্যালয়ে এ সংক্রান্ত এক আলোচনা সভায় তিনি এ হুশিয়ারি দেন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, আপনাদের সবাইকে সতর্ক করা হলো। আপনারা এ ব্যাপারে খেয়াল রাখবেন।
এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, এটিএম রবিউল করিম, টিসিবির বিভিন্ন ডিলার, উপজেলা খাদ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল