পাওনা মাত্র দেড়’শ টাকার জন্য এক সবজি বিক্রেতাকে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০টার দিকে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা এলাকার বকুলতলায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, বকুলতলা এলাকার মৃত আব্দুল মালেকের পুত্র সোলায়মান মিয়া (৬০) সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করত। একই এলাকার শহিদুল ইসলাম (৩৮) এর কাছ থেকে ১৫০ টাকা ধার নিয়েছিলেন তিনি। সোমবার সকাল ১০ টার দিকে সোলায়মান মিয়া সবজি কেনার জন্য বাড়ি থেকে বের হন। পথে শহিদুল তাকে আটকে পাওনা টাকা দাবি করেন। এনিয়ে দুইজনের মধ্যে কথাকাটাটি হয়। এর কিছুক্ষণ পরে শহিদুল বাড়ির পাশে মাছ ধরতে গেলে সেখানে সোলায়মান মিয়ার সাথে আবারও দেখা হয়। তখন শহিদুল সোলায়মান মিয়ার বুকে এবং দেহের বিভিন্নস্থানে ঘুষি মারতে থাকেন। এতে ঘটনাস্থলেই সোলায়মান মিয়া মারা যান।
হারাগাছ থানার ওসি হারেসুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানাগেছে পাওয়া টাকার বিবাদে শহিধুলের আঘাতে সোলায়মান মিয়া মারা গেছেন। হত্যাকারিকে খোঁজা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এএম