গোপালগঞ্জে থ্রি হুইলার ও মাটি বোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম খলিফা (৬৫) নামে এক ব্যবসায়ী নিহত ও অপর চার যাত্রী আহত হয়েছে। নিহত ব্যক্তি টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি এলাকার তহম আলী খলিফার ছেলে।
গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার নিলার মাঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নজরুল খলিফা মারা যান এবং অপর চারযাত্রী আহত হয়। এর আগে থ্রি হুইলারটি টুঙ্গিপাড়া থেকে গোপালগঞ্জ যাচ্ছিল। লাশের ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান ওসি।
বিডিপ্রতিদিন/কবিরুল
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        