১৮ এপ্রিল, ২০২৪ ১৮:৪৩

গোপালগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

গোপালগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার তেঘরিয়া মাঠে উপজেলা প্রাণিসম্পদ অফিস এ প্রদর্শনীর আয়োজন করে। জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আজহারুল ইসলাম প্রদর্শনী উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহসিন উদ্দিনের সভাপত্বিতে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদার। এ সময়  গোপালগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাষ চন্দ্র সেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

প্রদর্শনীতে গরু, ছাগল, হাস-মুরগিসহ প্রাণিসম্পদের ৪০টি স্টল বসেছে। এছাড়া টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী হয়েছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদার বলেন, গরু, ছাগল, হাস-মুরগিসহ প্রাণিসম্পদের উন্নয়ন ঘটাতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে আমরা খামারীর উন্নয়ন করে দেশকে প্রাণিসম্পদে সমৃদ্ধ করবো।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর