২৭ মে, ২০২৪ ১৮:১৬

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাচন স্থগিত

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাচন স্থগিত

প্রতীকী ছবি

বৈরি আবহাওয়া কারণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন স্থাগিত করেছে নির্বাচন কমিশন। সোমবার বিকাল ৫টায় রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসেন এ তথ্য জানান। 

তিনি বলেন, তৃতীয় ধাপে অর্থাৎ ২৯ মে অনুষ্ঠিতব্য দেশের ৯টি উপজেলা পরিষদের নির্বাচন আপাতত স্থগিত করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৈরি আবহাওয়া এখনো স্বাভাবিক হয়নি। ভোটারদের কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ২৯ মে অন্যান্য উপজেলা পরিষদ নির্বাচন যথা সময় অনুষ্ঠিত হবে। রাঙামাটি লংগদু উপজেলা পরিষদ ও নানিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনের সব প্রস্তুতি স্বাভাবিক রয়েছে। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর