চলমান পরিস্থিতি স্থিতিশীল রাখতে নেত্রকোনার জেলা বিএনপির আহ্বায়ক অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। বুধবার দুপুরে শহরের মোক্তারপাড়া প্রেসক্লাব হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রেসক্লাবের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী’র সভাপতিত্বে সাবেক যুগ্ম সম্পাদক সাংবাদিক একেএম আব্দুল্লাহ’র সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, যুগ্ম আহ্বায়ক মো. মজিবুর রহমান খান, যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষক দলের সদস্য সাবেক চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ফকির, রাজু আহম্মেদ ও জেলা কৃষক দলের সভাপতি সালাহ্উদ্দিন খান মিল্কী।
আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হক, সদস্য সচিব এস এম মোয়াজ্জেম হোসেন, জেলা যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মশু, সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরীসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এমআই