পঞ্চগড়সহ সমতল অঞ্চলের ক্ষুদ্র চা চাষিদের কাঁচা চা পাতার নায্য দাম নিশ্চিত করার জন্য বাজার মনিটরিং কর্মসূচির আওতায় চা কারখানা কর্তৃপক্ষকে সচেতন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শুক্রবার তেঁতুলিয়ার বিভিন্ন চা কারখানা পরিদর্শন করে কারখানা কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেছেন তারা।
জানা গেছে, দীর্ঘদিন থেকে কাঁচা চা পাতার নায্য মূল্য থেকে বঞ্চিত হয়ে আসছে পঞ্চগড়ের ক্ষুদ্র চা চাষিরা। কারখানা এবং চট্টগ্রাম অকশন কেন্দ্রীক একটি মহা সিন্ডিকেটের হাতে বন্দি বাংলাদেশের চা বাজার। আওয়ামী লীগের শাসনামলে নায্য মূল্যে নিশ্চিতের নানা প্রতিশ্রুতি দেয়া হলেও এখনো উত্তরবঙ্গের সমতল অঞ্চলের চা চাষিরা কাঁচা চা পাতার সঠিক দাম পাচ্ছেন না। কারখানা মালিকদের সিন্ডিকেট এবং একটি তৃতীয় পক্ষের দালালদের দৌরাত্ম্যে চা বাগানে লোকশান গুনতে গুনতে অনেক চাষি চা বাগান তুলে ফেলছেন। চাষিদের এমন অভিযোগের প্রেক্ষিতে সচেতনতামূলক অভিযান শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শুক্রবার তেঁতুলিয়ায় ফ্যাক্টরি পরিদর্শন করার মাধ্যমে এই কর্মসূচি শুরু করেছে তারা। এ সময় কারখানা কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করে চা চাষিদের কাঁচা চা পাতার নায্য মূল্য নিশ্চিত করার অনুরোধ জানায় তারা। শিক্ষার্থীরা বলছেন চায়ের সিন্ডিকেট ভেঙ্গে দেয়ার জন্য মাঠে নেমেছি আমরা। কারখানাগুলো পরিদর্শন করে কাঁ চা পাতার নায্যমূল্য নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি। সিন্ডিকেট নিশ্চিহ্ণ না হওয়া পর্যন্ত আমরা চাষিদের সাথে থাকবো।
তবে শিক্ষার্থীদের এসব অভিযোগ শুনে চা কারখানা কর্তৃপক্ষ বলছেন চাষিরাও নিম্নমানের চা পাতা সরবরাহ করছেন। এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শিক্ষার্থী প্রেয়াস, হযরত আলী, রাগিব, ইশরাক, মোক্তারুজ্জামামান, জাকারিয়াসহ আরও অনেকে।বিডি প্রতিদিন/এএ