যশোরের ঝিকরগাছায় ১১ মাসের শিশুপুত্রকে হত্যা করে নিজেও গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ইমামুল হোসেন (২৮) নামের এক ব্যক্তি। পারিবারিক কলহের জের ধরেই এ হত্যাকাণ্ড ও আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে নিহতের স্বজনরা দাবি করেছেন। নিহত ইমামুল ঝিকরগাছা উপজেলার শরীফপুর গ্রামের আমজাদ গাজীর ছেলে।
ইমামুলের মা রহিমা বেগম বলেন, ইমামুলের স্ত্রীর বাবার বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে রবিবার রাতে ইমামুলের সাথে তার স্ত্রী মমতাজ বেগমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মমতাজ শিশুপুত্র আইমানকে রেখেই বাবার বাড়িতে চলে যান। রাতে শিশুপুত্রকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়েছিলেন ইমামুল। রাতের কোন এক সময় ইমামুল তার শিশুপুত্রকে শ্বাসরোধ করে হত্যার পর নিজেও গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। সোমবার সকালে পরিবারের লোকজন ইমামুলের ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভুইয়া বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ও আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর পেছনে অন্য কোন কারণ আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন