বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে দিনাজপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫টায় জেলা মহিলা দলের আয়োজনে জেলা বিএনপি'র দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভা ও দোয়া মাহফিলে জেলা মহিলা দলের সভাপতি জিন্নাত আরার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, সোলায়মান মোল্লা, মোঃ আখতারুজ্জামান জুয়েল, নাজমা মশির, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, পৌর বিএনপি'র সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মোঃ রেজাউর রহমান রেজা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল, জাসাস এর আহবায়ক মোঃ আক্তার হোসেন, পৌর মহিলা দলের সভাপতি জেসমিন আরা জেসমিন, সাধারণ সম্পাদক স্বপ্না প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং দিনাজপুর জেলা মহিলা দলের পৌর মহিলা দলের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সুস্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এএ