১১ সেপ্টেম্বর, ২০২৪ ০২:২২

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ প্রাণ গেল দুইজনের

অনলাইন ডেস্ক

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ প্রাণ গেল দুইজনের

প্রতীকী ছবি

নাটোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলশিক্ষকসহ দুইজন প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন অপর আরোহী এক কলেজ অধ্যক্ষ। 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে নাটোর-বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রফিক সরকার (৫৫) ও জুলফিকার আলী। আহত হয়েছেন আরেক আরোহী কলেজ অধ্যক্ষ আনোয়ার হোসেন (৪০)।

নিহত জুলফিকার আলী বাগাতিপাড়া উপজেলার বড়ালঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও তমালতলা এলাকার তাহের আলীর ছেলে। নিহত রফিক সরকার নাটোর শহরের মোহনপুর এলাকার আব্দুল হামিদের ছেলে। দুর্ঘটনায় আহত আনোয়ার হোসেন বাগাতিপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ।

নাটোর সদর থানার উপ-পরিদর্শক কৃষ্ণ মোহন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার সময় ঘটনাস্থলে একজন মারা যায়, আর অপর একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয়।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর