ময়মনসিংহের তারাকান্দায় সেচ পাম্প চুরিসহ বিভিন্ন অভিযোগে ৫ জনকে আটক করে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলীর নেতৃত্বে এসআই চন্দন সরকার, এএসআই সাইফুল ইসলাম ও এএসআই সোহেল রানাসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন জায়গায় থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন মোঃ সোহেল মিয়া ওরফে সজিব (৩০), শাজাহান মিয়া (৪৬), নূরুল ইসলাম, মোঃ জহিরুল ইসলাম (২৬) ও মোঃ নিজাম উদ্দিন (৩৫)।
এ ব্যাপারে জানতে চাইলে তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী বলেন, তাদের আজ দুপুরে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।