মাদারীপুরে নবাগত পুলিশ সুপার মো: সাইফুজ্জামান এর স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মনিরুজ্জামান ফকিরের পরিচালনায় সভায় মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, স্কুলচলাকালীন সময়ে শিক্ষার্থীদের আড্ডা, চলমান মামলায় দ্রুত আসামিদের গ্রেফতারসহ নানা অভিমত ও পরামর্শ ব্যক্ত করেন স্থানীয় সাংবাদিকরা।
এ সময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি বেলাল রিজভী, দেশ রূপান্তরের প্রতিনিধি মেহেদী হাসান সোহাগ,চ্যানেল ২৪ এর প্রতিনিধি সাগর হোসেন তামিম, যায়যায়দিনের প্রতিনিধি মনজুর হোসেন, সাংবাদিক গাউছ উর রহমান, এশিয়ান এইজের সাংবাদিক সাব্বির হোসেন আজিজ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ভাস্কর সাহাসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ