১৪ সেপ্টেম্বর, ২০২৪ ০১:২০

কুতুব‌দিয়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কুতুব‌দিয়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

প্রতীকী ছবি

কুতুব‌দিয়ায় সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম (১৮) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার বড়ঘোপ ইউনিয়নের উত্তর আমজাখালীর কৈবর্ত্য পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম ওই এলাকার বদরুদ্দোজার পুত্র। 

হাসপাতাল ও প্রত‌্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বড়ঘোপ জেটিঘাট থেকে যাত্রী নিয়ে বাজারে যাওয়ার পথে বিদ্যুৎ মার্কেটের পূর্বপাশে কৈবর্ত্য পাড়ার সড়কের মোড়ে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। স্থানীয়রা চালক ও যাত্রীদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা যায়।
                             

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর