কুতুবদিয়ায় সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম (১৮) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার বড়ঘোপ ইউনিয়নের উত্তর আমজাখালীর কৈবর্ত্য পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম ওই এলাকার বদরুদ্দোজার পুত্র।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বড়ঘোপ জেটিঘাট থেকে যাত্রী নিয়ে বাজারে যাওয়ার পথে বিদ্যুৎ মার্কেটের পূর্বপাশে কৈবর্ত্য পাড়ার সড়কের মোড়ে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। স্থানীয়রা চালক ও যাত্রীদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা যায়।