সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মিজান খান ফুটবল একাডেমী চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার বিকেলে তেতুলবাড়িয়া স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় টাইব্রেকারে তেতুলবাড়িয়া মর্নিং ক্লাবকে ৫-৪ গোলে পরাজিত করে মিজান খান ফুটবল একাডেমী।
জামিরতলা যুবগোষ্ঠী আয়োজিত ৮ দলীয় এ টুর্নামেন্টের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল। বিশেষ অতিথি ছিলেন থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, এফএম শামীম আহসান, আসাদুজ্জামান মিলন ও প্রধান শিক্ষক গৌতম কুমার বেপারী।
খেলাটি পরিচালনা করেন রোকনুজ্জামান উজ্জল। এ ছাড়া নাজিম মাহমুদ জুয়েল ও মো. সোহেল ফরাজী তাকে সহযোগিতা করেন।
বিডি প্রতিদিন/এমআই