পঞ্চগড়ের বোদা উপজেলায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি পালিত হয়েছে। বোদা মহিলা কলেজ ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদল এই কর্মসূচির আয়োজন করে। এর উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারণ সম্পাদক রোকনুজ্জান জাপান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা।
এসময় বিএনপির পল্লি উন্নয়ন সম্পাদক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামীর বাংলাদেশ হবে মেধাবীদের বাংলাদেশ। তাই অন্যান্য কাজের পাশাপাশি সকল শিক্ষার্থীকে ব্যাপক পড়াশোনা করতে হবে। আমাদের নেতা তারেক রহমানের স্ত্রী এবং কন্যা স্বনামধন্য চিকিৎসক ও আইনজীবী হয়েছেন। তাদের মতো তোমাদেরও বিখ্যাত হতে হবে। আগামীতে দেশে অনেক ভালো কিছু করতে চাই আমরা।বিডি প্রতিদিন/জামশেদ