কুড়িগ্রামে ‘মাদক মাফিয়া’ নামে খ্যাত যুবলীগ নেতা সোহরাব মিয়াকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গতরাতে তাকে গ্রেফতার করে আজ দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের সিডির মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর থানা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত সোহরাব মিয়া ইউনিয়নের যাত্রাপুর বাজারসংলগ্ন নেওয়ানীপাড়ার ইলাম উদ্দিনের ছেলে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুরের ছোট ভাই একইসাথে যাত্রাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোহরাব মিয়ার বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণসহ ব্যবসা করার অভিযোগ রয়েছে। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে কুড়িগ্রাম শহরে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে মামলার এজাহারভুক্ত আসামি সোহরাব। মাদক সংশ্লিষ্টতার অভিযোগে বিভিন্ন সময় তাকে গ্রেফতার আসামীদের জিজ্ঞাসাবাদে তার মাদক বিক্রেতা হিসেবে নাম আসে পুলিশের কাছে। এ বিষয়ে সদর থানার ওসি নাজমুল আলম বলেন, সোহরাবের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তাকে আশিক হত্যা মামলায় গ্রেফতার করা হয়। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে আজ আবেদন করা হয়।
বিডি প্রতিদিন/এএ