কুমিল্লায় র্যাবের পোশাক পরে মোবাইল ব্যাংকিং এজেন্টের গাড়িতে ২৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে র্যাব। কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব ১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার ৯ জন গাইবান্ধার মো. সাইফুল ইসলাম (৩২), শ্রীপুরের সাজু মিয়া
(৩৩), মুন্সীগঞ্জের রিয়াদ (১৯) ও সজিব (৩৫), ব্রাহ্মণবাড়িয়ার রবিউল (২৬), মাদারীপুরের মানিক (৪০), নারায়ণগঞ্জের রিপন (২৯), গাইবান্ধার সাজু (৪৪), পটুয়াখালীর রিপন (৪৫) ।
এসময় তাদের কাছে ৩৫ হাজার ৩৫৮ টাকাসহ ডাকাতিতে ব্যবহার করা বিপুল পরিমাণে সামগ্রী উদ্ধার করে র্যাব।
র্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, গত ২৭ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় র্যাব পরিচয়ে একটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাত দল গাড়িতে থাকা মোবাইল ব্যাংকিং কোম্পানীর কর্মচারীদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। ডাকাতির ঘটনা র্যাব জানতে পেরে ৯ আসামিকে গ্রেফতার করে।
র্যাবের জিজ্ঞাসাবাদে ৪ নভেম্বরের ডাকাতি ও গত ২৭ অক্টোবর ব্যবসায়ীর গাড়িতে ডাকাতির কথা স্বীকার করেছে আসামীরা।
বিডি প্রতিদিন/আশিক