বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ঝিনাইদহের দুই পরিবারের পাশে দাড়িয়েছে বিএনপির মানবিক সংগঠন 'আমরা বিএনপি পরিবার'। রবিবার (১০ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামের নিহত রাকিবের সমাধীস্থলে তার পরিবার ও শৈলকুপার নিহত সাব্বিরের পরিবারের সাথে স্বাক্ষাত করে সংগঠনটির প্রতিনিধি দল।
সেসময় ‘আমরা বিএনপি’ পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন,জেলা বিএনপির সভাপতি এ্যাড এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, হরিণাকুন্ডু উপজেলার বিএনপির সভাপতি হাসান মাস্টার, পৌর সভাপতি জিন্নুাতুল হক খাঁন, শৈলকূপা উপজেলার বিএনপির সাধারন সম্পাদক হুমায়ন বাবর ফিরোজ, সহ-সভাপতি শহীদ বিশ্বাসসহ জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় নিহত দুই পরিবারের সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানান নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা ওই পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। পরে তারেক রহমানের পক্ষ থেকে নিহত ওই দুই পরিবারকে আর্থিক সহযোগিতা করা হয়। শেষে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
বিডি প্রতিদিন/আশিক