খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যশোর সেনানিবাসে ৫৪তম
সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল চারটায় যশোর সেনানিবাসের ওসমানী স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে ও কেক কেট কেটে কর্মসূচির উদ্বোধন করেন ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও যশোর অঞ্চলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম।
পরে প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম বলেন, মহান মুক্তিযুদ্ধে যশোর অঞ্চলের মানুষ অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ আবদান রেখেছেন।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত ও আহত ছাত্র-জনতাদের স্মরণ করে তিনি বলেন, তাদের এই আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের প্রতিটি ক্রান্তিকালে সশস্ত্র বাহিনীর উজ্জ্বল ভূমিকার কথা উল্লেখ করে প্রধান অতিথি বলেন,
সশস্ত্র বাহিনী জাতীয় পর্যায়ে দুর্যোগ মোকাবেলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তায়
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সশস্ত্র বাহিনীর সদস্যদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার বিষয়টিও তুলে ধরেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে বিমান বাহিনীর যশোরস্থ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটির এয়ার অফিসার কমান্ডিং এয়ার ভাইস মার্শাল সৈয়দ সাঈদুর রহমানও
বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে যশোর অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্যবৃন্দ, ছাত্র প্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমএস