গাজীপুরের টঙ্গী এরশাদনগর এলাকার শীর্ষ সন্ত্রাসী ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আজ সোমবার ভোররাতে গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ দক্ষিণের একটি দল শ্রীপুর বাঘের বাজার সাবাহ্ গার্ডেন নামে একটি রিসোর্টে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। কামরুল ইসলাম কামু গ্রেফতারের খবরে এরশাদনগর এলাকায় আজ দুপুরে বিজয় মিছিল বেড় করে এলাকাবাসী। মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করেন।
জানা যায়, এরশাদনগর এলাকার শীর্ষ সন্ত্রাসী ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি কামরুল ইসলাম কামু গাজীপুরের শ্রীপুর বাঘের বাজার সাবা রিসোর্টে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই রিসোর্টে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ডিবির এসআই জিয়াদুল হক ও এসআই পরিমলের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। কামুর বিরুদ্ধে টঙ্গী পূর্ব, পশ্চিম থানাসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক কারবার, অস্ত্র কারবার, চাঁদাবাজিসহ প্রায় ২৪টি মামলা রয়েছে। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন দক্ষিণ ডিবি পুলিশের উপ-পরিদর্শক জিয়াদুল হক বলেন, একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে বাঘের বাজার এলাকার সাবাহ্ গার্ডেন নামে একটি রিসোর্ট থেকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ