বগুড়ার শাজাহাপুরে কৃষি জমির উপরিভাগের মাটি বাণিজ্যিকভাবে কাটার অভিযোগে আবু শহীদ মুহাম্মদ আজমল হককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার রাত ১০টার দিকে উপজেলার সুজাবাদ গ্রামে ভ্রাম্যমান আদালত এই জরিমানা করে।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে শাজাহানপুর উপজেলার সুজাবাদ গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় বেআইনিভাবে কৃষি জমির উপরিভাগের মাটি বানিজ্যিকভাকে কাটার অভিযোগে আবু শহীদ মুহাম্মদ আজমল হক (৫৩) কে এক লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে অনাদায়ে এক মাসের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করা হয়। পরে জরিমনার টাকা পরিশোধ করলে কারাদন্ড থেকে অব্যাহতি দেয়া হয়। এছাড়া মুচলেকায় তিনি ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর করবেন না মর্মে লিখিত দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম জানান, বেআইনিভাবে কৃষি জমির উপরিভাগের মাটি বানিজ্যিকভাকে কাটার অভিযোগে আবু শহীদ মুহাম্মদ আজমল হককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম