চাঁদপুরের মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৮টি ড্রেজার জব্দ করা হয়েছে। এসময় ড্রেজারে থাকা ১৬ জনকে গ্রেফতার করা হয়।
সোমবার (২ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইমরান খানের নেতৃত্বে এ অভিযান চলে।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন- জামাল হোসেন (৩৯), রাসেল গাজী (২২), আজিজুল হাওলাদার (৩০), ইকবাল হাওলাদার (২০), সাইফুল ইসলাম (২৮), আল আমিন (৪২), মোতালেব (২৫), মো: মামুন (৩৮), তোফাজ্জল (৪৭), জাহিদুল ইসলাম (২৮), আবদুল হান্নান (৪৮), আমির হোসেন (৪২), ইসমাইল (৩০), সাইফুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৪০) ও নাজমুল (৩৫)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইমরান খান বলেন, জেলা প্রশাসকের নির্দেশক্রমে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত ৮টি ড্রেজার হাতে নাতে জব্দ এবং ড্রেজার পরিচালনায় জড়িত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
চাঁদপুর নৌ থানার ওসি এ.কে.এম.এস ইকবাল বলেন, গ্রেফতার ১৬ জনের বিরুদ্ধে থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নিয়মিত মামলা হয়েছে। জব্দকৃত ড্রেজার চাঁদপুর নৌ থানা হেফাজতে রয়েছে।
বিডি প্রতিদিন/এমএস