ভারতের আগরতলা হাই কমিশনে হামলা ও ভারতের সীমানা থেকে বাংলাদেশকে কটাক্ষ করে বিভিন্ন উগ্র বক্তব্যের প্রতিবাদে, বিলোনিয়া স্থলবন্দরে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ সকাল ১০টায় ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়া স্থলবন্দরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এদিকে সীমান্তে ভারতীয়দের এমন উগ্র বক্তব্যে স্থানীয় বাংলাদেশি নাগরিকদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। তাদের দাবি, বিগত কোনো সময়ে এমন কিছু দেখা যায়নি। এনিয়ে সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি জানান তারা।
বিডি প্রতিদিন/এএ