ধর্মীয় অনুশাসন মেনে পরিবার থেকে দুর্নীতিবিরোধী চর্চা চালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিচালক খোন্দকার আনোয়ার হোসেন।
আজ সোমবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে বরিশাল সার্কিট হাউজে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
খোন্দকার আনোয়ার হোসেন বলেন, ‘কেবল সরকারি প্রতিষ্ঠানই নয়, ব্যক্তি ও প্রাইভেট সেক্টরসহ সবাইকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দুর্নীতিকে ‘না’ বলার মাধ্যমে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদেরকে ভাল মানুষ হওয়ার প্রতিযোগিতায় অংশ নিতে হবে।’
দুর্নীতি দমন কমিশন, জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দুদক বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মোজাহার আলী সরদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক মো. নাজিমুল হক, বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রেজোয়ান আহমেদ, সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবির সভাপতি অধ্যক্ষ (অব.) গাজী জাহিদ হোসেন।
সনাক সদস্য শুভংকর চক্রবর্তীর সঞ্চালনায় ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন দুদক উপপরিচালক এইচএম আখ্তারুজ্জামান।
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যের আলোকে ‘নতুন বাংলাদেশ-দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই’ এই স্লোগানকে সামনে রেখে দিবসটি পালনের শুরুতে সার্কিট হাউজের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/জামশেদ