দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষ্যে শনিবার সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোকসেদ আলী মঙ্গোলিয়া।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জোনাল সেটেলমেন্ট অফিসার সালাউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, সহ-সভাপতি মাহবুব আহমেদ, খালেকুজ্জামান বাবু, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ময়নুল হক, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট মাহবুবুর রহমান ভুট্টো, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা শিল্পকলা অ্যাকাডেমির কালচারাল অফিসার মিনারা পারভীন, নতুন প্রজন্মের শিক্ষার্থী শেখ নাবা রহমান প্রমুখ।
এদিকে, দিনাজপুর প্রেস ক্লাবে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে প্রেস ক্লাব ভবনে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) করা হয়। শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় আলোচনা সভায় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক সালাউদ্দিন আহমেদ, আজহারুল আজাদ জুয়েল, মুকুল চ্যাটার্জী, আনিস হোসেন দুলাল, ফকরুল হাসান পলাশ, সন্তোষ গুপ্ত, আব্দুর রাজ্জাক, মাসুদ রেজা হাই, লেখক আকমল হোসেন রাজু, রিয়াজুল ইসলাম প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল