‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ সরকার তরুণদের নিয়ে বিশেষ ক্যাম্পেইন করেছে বলে জানিয়েছেন পিরোজপুর জেলা প্রশাসক মো. আশরাফুল আলম খান।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ বিষয় সাংবাদিকদের অবহিত করেন তিনি।
এ সময় পিরোজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
পিরোজপুরে তারুণ্যের উৎসব আগামী ১৯ জানুয়ারি থেকে এ ক্যাম্পেইন শুরু হবে। ক্যাম্পেইন চলবে আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ক্যাম্পেইনটি সফলভাবে সম্পন্ন করার জন্য উৎসব উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসনের কার্যালয়ে বিভিন্ন পেশাজীবীদের নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই