সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার ওপর আক্রমণ ও পাল্টা আক্রমণের ভিডিও ধারণ করতে গিয়ে মারধরের শিকার হয়ে গাজীপুরের কাপাসিয়ায় এনামুল নামে বিদেশ ফেরত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
কাপাসিয়া থানার ওসি কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত এনামুল (৩৫) কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের তিলশুনিয়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। এ ঘটনায় এনামুলের স্ত্রী নাজনীন ইসলাম বৃষ্টি বাদী হয়ে কাপাসিয়া থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ১৩ জানুয়ারি দুপুর দেড়টার দিকে কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের ভাকোয়াদী উচ্চ বিদ্যালয় মাঠে কাপাসিয়া উপজেলা নির্বাচন অফিসের পূর্বনির্ধারিত সময়ে স্মার্ট কার্ড বিতরণ চলছিল। এ সময় জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) নিতে স্কুল মাঠে এসেছিলেন নিষিদ্ধ সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’র চাঁদপুর ইউনিয়ন সভাপতি ফরিদ হোসেন। সেখানে ফরিদকে দেখতে পেয়ে বিগত সরকারের আমলে তার দ্বারা হয়রানি ও মারধরের শিকার একদল লোক তার ওপর আক্রমণ চালায়। এ সময় ফরিদ হোসেনের সঙ্গীরাও তাদের ওপর পাল্টা আক্রমণ চালায়। মারামারির এ দৃশ্য ভিডিও ধারণ করতে এগিয়ে যায় মালয়েশিয়া ফেরত এনামুল। তার ভিডিও ধারণ করার দৃশ্য দেখে ফেলায় আক্রমণকারীরা এনামুলকে কিল ঘুষি মারতে মারতে একটি ঘরে নিয়ে আটক করে। পরে সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে এলোপাথাড়ি মারধর করে তাকে ছেড়ে দেয়। বাড়ি ফিরে পরে বুধবার সকালে এনামুল অসুস্থবোধ করলে পরিবারের লোকজন তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার উন্নতি না হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে উন্নত চিকিৎসার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বুধবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে তিনি মারা যান।
এলাকাবাসী জানান, এনামুল দীর্ঘদিন যাবত মালয়শিয়া প্রবাসী। তিন মাস আগে ছুটিতে বাড়িতে আসেন তিনি। চলতি মাসে তার মালয়শিয়া চলে যাওয়ার কথা ছিল। এনামুলের ছয় বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
কাপাসিয়া থানার ওসি কামাল হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার স্ত্রী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, নিহত এনামুল কোনও রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি অতি উৎসাহী পথচারী হিসেবে মারধরের ঘটনার ভিডিও ধারণ করছিলেন।
বিডি প্রতিদিন/একেএ