গ্রাম বাংলার বিলুপ্ত হওয়া প্রায় হরেক রকম পিঠার সাথে পরিচিত হওয়ার পাশাপাশি এর স্বাদ নিতে যশোরের শার্শায় বসে দিনব্যাপি তারুণ্যের পিঠা উৎসব।
জামাই বরণ পিঠা, জিরা পিঠা থেকে শুরু করে পাটিসাপটা ও তালের পিঠাসহ প্রায় অর্ধ শতাধিক স্টলে শতাধিক প্রকার পিঠার সমাহার। বিশেষ করে খেজুরের রস থেকে গুড় তৈরি বিষয়টি ছিল দর্শনীয়। যা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসে পিঠা প্রেমিরা।
বিলুপ্ত হওয়া পিঠার স্বাদ নিতে পিঠা উৎসবে ভিড় জমিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই পতিপাদ্য বিষয় নিয়ে তারুণ্যের উৎসব উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা মহিলা অধিদপ্তরের সামনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে পিঠা উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান।
এ সময় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন