দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের বাবা মাহবুব আলী খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদনপুর নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর।
বুধবার সকাল ১১ টায় মদনপুর গ্রামে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
এদিকে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের বাবা মাহবুব আলী খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাস, সাবেক আহ্বায়ক শেখ শাহাজামান মোহন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক সোহাগ খান, মহেশপুর প্রেস ক্লাবের সভাপতি সরোয়ার হোসেন, মডেল প্রেস ক্লাবেক সাধারণ সম্পাদক আব্দুস সেলিম, সাংবাদিক অসীম মোদক, বাবর আলী বাবু, সাইফুল ইসলাম, নাসির উদ্দীন,আব্দুর রাজ্জাক রাজন, শামীম খান, আব্দুল মালেক, আব্দুল কাদের প্রমুখ।
বিডি প্রতিদিন/মুসা