ঘন কুয়াশার কারণে শুক্রবার ভোরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ধলেশ্বরী টোল প্লাজার কাছে দুটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৬ জন আহত হয়েছেন।
শ্রীনগর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছিল। এই অবস্থায় দুটি বাস ও একটি প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হন।
আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।
এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার সময় যানবাহন চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই সড়ক পরিবহন কর্তৃপক্ষকে এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
বিডি প্রতিদিন/আশিক