গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির হাত-পা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ওই ব্যাক্তির বয়স আনুমানিক ৪৫ বছর হবে জানায় রেলওয়ে পুলিশ। সোমবার সকালে মহিমাগঞ্জ রেলষ্টেশন এলাকার দেওয়ানতলা রেলওয়ে ব্রীজ থেকে হাত-পা কাটা মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে মহিমাগঞ্জ রেলষ্টেশন এলাকার দেওয়ানতলা রেলওয়ে ব্রীজে লালমনিরটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বুড়িমারি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। সোমবার সকালে ট্রেনে হাত-পা কাটা অজ্ঞাত এক মরদেহ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে বোনারপাড়া রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। অজ্ঞাত ওই ব্যক্তির মুখে চাপ দাড়ি ও তার গায়ে একটি নীল রঙের জ্যাকেট ছিল।
এ ব্যাপারে বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, ট্রেনে কাটা পড়া ওই ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত ব্যাক্তির পরিচয় সনাক্তে চেষ্টা চলছে। ওই ব্যাক্তির বয়স আনুমানিক ৪৫ বছর হবে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম