চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দুইটি দেশীয় তৈরির পাইপগান ও দুইটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে সদর উপজেলার বিষ্ণুপুর এলাকার ঢালী বাড়ি মসজিদসংলগ্ন মাঠ থেকে অস্ত্র ও কার্তুজগুলো উদ্ধার করা হয়। রবিবার (২০ এপ্রিল) সকালে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প থেকে ডাকাতি ও মাদকপাচারকারীদের বিরুদ্ধে অভিযানে নামে সেনাবাহিনী ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ দল। অভিযানে বিষ্ণুপুর এলাকা থেকে দুইটি দেশীয় তৈরির পাইপগান এবং দুইটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজ আইনি প্রক্রিয়ার জন্য চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট জাবিদ হাসান আরও জানান, গত বছর ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে জেলার সকল অস্ত্রধারী, সন্ত্রাসী, মাদক কারবারি ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ