গত বছরের আগস্টে ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন করার লক্ষ্যে ১১০টি ঘরের চাবি হস্তান্তর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ সকালে জেলার সদর উপজেলর ফাজিলপুর ইউনিয়নের শহিদুলের বাড়িতে হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান উপদেষ্টা অনুষ্ঠানের উদ্বোধন করেন।
চাবি হস্তান্তর অনুষ্ঠানে ফেনীতে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কমান্ডার ১০১ পদাতিক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী, ফেনী ক্যাম্পের সিও লেফটেন্যান্ট কর্নেল ফাহিম মোনায়েম, ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান।
অনুষ্ঠানে উপকারভোগীরাও উপস্থিত ছিলেন। গৃহহীন পরিবারগুলো নতুন ঘর পাওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বিডি প্রতিদিন/এএ