মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাধ সড়কের চতুড়িয়া এলাকায় নসিমনের ধাক্কায় তসলিম মোল্যা (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তিনি চতুড়িয়া গ্রামের এবাদত মোল্যার ছেলে। এ সময় আহত হয়েছে নসিমন চালক মনিরুল ইসলাম (৫০)।
মাগুরা শ্রীপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইদ্রিস আলী জানান, আজ বৃহস্পতিবার সকালে শ্রীপুর লাঙ্গলবাধ সড়কের চতুড়িয়া এলাকায় দ্রুতগামী একটি নসিমন মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এ সময় মোটরসাইকেল আরোহী তসলিম মোল্যা ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় নসিমন চালক মনিরুল ইসলাম। তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থা আরও খারাপ হওয়ায় সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ