নেত্রকোনার দুর্গাপুরে সোনালী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক লেনদেনের নতুন অধ্যায় শুরু হয়েছে। বুধবার দুপুরে বিরিশিরি ডনবস্কো কলেজে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সোনালী ব্যাংকের সোনালী পেমেন্ট গেটওয়ে (এসপিজি) ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীরা এখন থেকে বেতন, ভর্তি ফি, পরীক্ষা ফিসহ অন্যান্য আর্থিক কার্যক্রম ঘরে বসেই অ্যাপের মাধ্যমে সম্পন্ন করতে পারবে। এতে সরাসরি ব্যাংকে যাওয়ার প্রয়োজন হবে না।
এ কার্যক্রমের আওতায় রয়েছে কলেজটির প্রায় ১,১০০ শিক্ষার্থী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডনবস্কো কলেজের এসডিবি কো-অর্ডিনেটর ফাদার ভিক্টর মানখিন। উদ্বোধন করেন সোনালী ব্যাংক পিএলসি নেত্রকোনা অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. নুরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডনবস্কো স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ও সহকারী অধ্যক্ষ রুমন রাংসা, সোনালী ব্যাংক দুর্গাপুর শাখার ব্যবস্থাপক শাহজালাল মিয়া এবং সেবা শিক্ষা ডটকম-এর বিভাগীয় নির্বাহী কর্মকর্তা ওয়ারি ফ্রং।
বিডি প্রতিদিন/আশিক