মুন্সিগঞ্জ সদর থানা পঞ্চসার ইউনিয়ন জমি মাপাকে কেন্দ্র করে চারজনকে কুপিয়ে যখন করেছে প্রতিপক্ষ লোকজন। আহতদের মাধ্যে জুয়েল (৪০), মোহাম্মদ রাফি (২৬), প্রান্ত (৩০) ও গিয়াস উদ্দিন (৬৫) এই চারজনকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর যখম করা হয়। এদের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। বাকি দুইজন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১০ মে) সকাল ১১টায় মালির পাথর এলাকায় আমিনুল পাগলার নেতৃত্বে ১৫/২০ জনের সশস্ত্র একটি গ্রুপ গিয়াসউদ্দিনের পরিবারের লোকজনের উপর হামলা করে।
ঘটনার বিষয়ে স্থানীয়রা জানান, গিয়াস উদ্দিন ও সফি উদ্দিনের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। উভয় পক্ষ মিলে জমি মাপার কাজ করছিল। এসময় সফি উদ্দিনের চাহিদামত না হওয়ায় তাদের লোকজন গিয়াস উদ্দিনের পরিবারের সদস্যদের উপর হামলা করে।
আহত গিয়াস উদ্দিনের ছেলে প্রান্ত বলেন, আমাদের ঘরের তিনজন আহত হয়েছি। আমার চাচা জুয়েলকেও আহত করে তারা। সন্ত্রাসী সফিউদ্দিন, আনিছুল ইসলাম পাগলা, ওসমান দেওয়ান, মো. শাকিল (২৮), পাকিস্তানি মুন্না, আরো ৫/৬ জন মিলে হামলা করে বলে জানান আহত প্রান্ত।
মুন্সিগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম জানান, মালির পাথর এলাকার জুয়েল একটি মারামারির অভিযোগ দিয়েছেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল