নোয়াখালী আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ১১টায় নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের একটি হলরুমে দিবসটি পালিত হয়েছে।
বাংলাদেশ নার্সেস অ্যাসোসিনের নোয়াখালী জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী। এছাড়া আরো উপস্থিত ছিলেন ডাক্তার কামরুজ্জামান, মাহবুবুল আলম চৌধুরী, ডাক্তার সৌরভ ফারুকী ও ডাক্তার জসিম উদ্দিন, ডাক্তার সাইফুল ইসলাম ও উপজেলা তত্ত্বাবধায়ক ফারজানা বেগম শিমুসহ অনেকে। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এবং সাংস্কৃতি অনুষ্ঠান চলে।
বিডি প্রতিদিন/এএম