মুন্সিগঞ্জে লঞ্চঘাটে লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় জিহাদ ওরফে জিহাদ হাসান (২৪) নামের একজনকে ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ সোমবার (১২ মে) মুন্সিগঞ্জ আমলি আদালত-১এ আসামি জিহাদকে হাজির করা হয়। দুপুর ১ টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা মুক্তারপুর নৌ পুলিশ ফাড়ির এসআই ইমরান আহমেদ এর উপস্থিতিতে রিমান্ডের আবেদন শুনানি শেষে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামি জিহাদ মুন্সিগঞ্জ সদর উপজেলার যোগনীঘাট এলাকার মো. মনিরুজ্জামানের ছেলে।
গত রবিবার (১১ মে) জিহাদ ওরফে জিহাদ হাসানের বিরুদ্ধে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে আনা হলে ওই আদালতের বিচারক আজ সোমবার রিমান্ডের আবেদন শুনানির তারিখ ধার্য করেন।
আদালত সূত্রে জানা গেছে, গেলো শুক্রবার মুন্সিগঞ্জে থেমে থাকা লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে মারধর, যৌন নিপীড়ন, বেআইনি জনতাবদ্ধে মারধর করে ভাঙচুর, ক্ষতি ও হুমকির অপরাধে প্রেক্ষিতে মুক্তারপুর নৌপুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মিলন বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারা সহ পেনাল কোডের অন্যান্য ধারায় মুন্সিগঞ্জ থানায় জিহাদ ওরফে জিহাদ হাসান সহ অজ্ঞাতনামা আরো ২৫ জনকে আসামি করে মামলা করেন।
বিডি প্রতিদিন/নাজমুল