গাজীপুরের কোনাবাড়ীতে সাংবাদিকদের আয়োজনে এক ব্যতিক্রমধর্মী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) দুপুরে কোনাবাড়ী এলাকার একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রশাসন, আলেম-ওলামা, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ অংশ নেন। সভায় বক্তারা সুন্দর সমাজ গঠনে সাংবাদিক, পুলিশ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মিলিত ভূমিকা নিয়ে কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো: শওকত হোসেন সরকার।
সাংবাদিক মো: রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জিএমপির কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো: সালাহ উদ্দিন, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো: মোস্তাফিজুর রহমান টিটু, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: মুজিবর রহমান, মো: মাজহারুল ইসলাম মাসুম, খায়রুল ইসলাম, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: দেলোয়ার হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলাম, কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি মো: ইদ্রিস আলী, সাংবাদিক মাহমুদা শিকদার, মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ