বরিশালের গৌরনদী উপজেলায় প্রাইভেট কার ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের উপজেলার ইল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় উভয় যানবাহনে থাকা আরও পাঁচজন আহত হয়েছে।
নিহত মর্জিনা বেগম (৫২) গৌরনদী উপজেলার ইল্লা গ্রামের বাবুল বেপারীর স্ত্রী।
গৌরনদী মহাসড়ক থানার ওসি মো. আমিনুর রহমান জানান, মাদারীপুরের কালকিনি থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা প্রাইভেটকার ইল্লা এলাকায় পৌঁছালে বিপরীতগামী গৌরনদী থেকে আসা ভুরঘাটাগামী থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে থ্রি হুইলারের নারী যাত্রী নিহত হয়। এছাড়াও দুই যানবাহনের আরও ৫ যাত্রী আহত হয়। তাদের স্থানীয়রা উদ্ধার করে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাইভেট কার ও থ্রি হুইলার আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ