তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে কমপ্লিট শার্ট ডাউন কর্মসূচি পালন করছেন চাঁদপুরের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা।
সোমবার (১৯ মে) সকাল থেকে একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে কর্মসূচি পালন করছেন তারা।
শিক্ষার্থীদের তিন দফা হলো- মেরিন ও শিপবিল্ডিং ডিপ্লোমাধারীদের সমুদ্রগামী জাহাজে যোগদানের জন্য অনূর্ধ্ব ছয় মাসের প্রি-সি ট্রেনিংয়ের মাধ্যমে অফিসার ক্যাডেট সিডিসি প্রদান। বিভিন্ন মন্ত্রণালয় অধীনস্ত ইঞ্জিন ও মেশিন-সংশিষ্ট বিভাগে উপ-সহকারী প্রকৌশলী পদে মেরিন ও শীপবিল্ডিং ডিপ্লোমাধারীদের নিয়োগের বিধান চালু করতে হবে, প্রশিক্ষণের মান উন্নতকরণ।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন ও শাটডাউন কর্মসূচি চলবে।
বিডি প্রতিদিন/নাজিম