নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা যুবলীগের (নিষিদ্ধ ঘোষিত) সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদের বিরুদ্ধে বাড়ির একটি ফ্লাট অবৈধভাবে দখল করার অভিযোগ উঠেছে। সেই ফ্লাটটি দখলমুক্ত করে প্রকৃত বাড়ির মালিকের কাছে ফিরিয়ে দেয়ার দাবিতে ভুক্তভোগী কাজল রেখা নামে এক নারী সংবাদ সম্মেলন করেছেন।
সোমবার সকাল ১১ টার সময় নোয়াখালী প্রেস ক্লাবের হল রুমে এ সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাড়ীর মালিক কাজল রেখা অভিযোগ করে বলেন, বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নুর হোসেন মাসুদের নিকট তিনি চৌমুহনীর কুরীপাড়ার তিন তলার একটি ফ্লাট ভাড়া দেন। কিন্তুু নুর হোসেন মাসুদ আওয়ামী লীগ ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘ দিন তার বাসার ভাড়া তো দেয়নি উল্টো সে তাকে নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে দখল করে রেখেছিল। তিনি আইনজীবীর মাধ্যমে ফ্লাটটি ছেড়ে দেয়ার নোটিশ দেয়া হলেও মাসুদের সন্ত্রাসী বাহিনী দিয়ে তাকে শারীরিকভাবে হেনস্তা করে। গত ৫ আগষ্টে পর যুবলীগ সভাপতি সন্ত্রাসী নুর হোসেন মাসুদ আত্মগোপন করলে তিনি তার বাসার ফ্লাটটি নিজের আয়ত্বে নিয়ে তালা লাগিয়ে দেন।
তিনি আরো অভিযোগ করে বলেন- পরবর্তীতে জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনের নাম ভাঙ্গিয়ে দখলদার সবুজ, মামুন, সোহেলসহ একটি চক্র পুনরায় তার ফ্লাটের তালা ভেঙ্গে প্রবেশ করে। এ বিষয়ে জানতে চাইলে জেলা যুবদলের সভাপতি মনজুর আজিম সুমন এই অভিযোগ অস্বীকার করে বলেন আমি ওই মহিলাকে চিনিও না কখনো আমার সাথে কথা হয়নি । এটা আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র ।। এদিকে এ ঘটনার পর ওই নারী চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন। তাকে নানা ধরনের হুমকি ধমকি দেয়া হচ্ছে।
তিনি অবিলম্বে তার মালিকানা ফ্লাটটি দখলমুক্ত করে তাকে ফিরিয়ে দেয়ার জন্য সরকারের নিকট দাবি করেন।
বিডি প্রতিদিন/হিমেল