দিনাজপুরে অনুষ্ঠিত হলো বাংলাদেশ পিকেসিএস বিডি ক্রিকেট আয়োজিত ‘ক্রিকেট ট্যালেন্ট হান্ট-২০২৫’ প্রতিযোগিতার জেলা পর্যায়ের বাছাইপর্ব।
মঙ্গলবার দিনাজপুর শহরের সুইহারী এলাকার চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কলেজ শাখার ২য় পর্বের এই বাছাইয়ে অংশ নেয় জেলার ১৩টি উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের উদীয়মান খেলোয়াড়রা।
বাছাইপর্বের প্রধান পরিচালকের দায়িত্ব পালন করেন দিনাজপুরের বিশিষ্ট রেফারি ও ক্রীড়া সংগঠক ওবাইদুর রহমান। বিচারকের দায়িত্বে ছিলেন একাডেমি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মাজেদুর রহমান এবং মাঠ পরিচালনায় ছিলেন জেলা কোচ মো. রনি।
জেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন আল আজাদ উদ্বোধনী বক্তব্যে বলেন, 'ক্রিকেটে ভবিষ্যতের প্রতিভা খুঁজে বের করাই আমাদের মূল লক্ষ্য। এই বাছাইপর্বের মাধ্যমে সম্ভাবনাময় খেলোয়াড়দের আমরা বিভাগীয় পর্যায়ে নিয়ে যাব।'
বাছাইপর্বে ‘এ’ গ্রুপের খেলা অনুষ্ঠিত হয় মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ে, ‘বি’ গ্রুপের খেলা তফিউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এবং ‘সি’ গ্রুপের বাছাই হয় চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠে।
এই ট্যালেন্ট হান্টের মাধ্যমে মোট ৪০ জন বোলার, ৪০ জন ব্যাটসম্যান ও ৮ জন উইকেট কিপারকে বিভাগীয় পর্যায়ের জন্য বাছাই করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্মল কুমার রায়, সহকারী শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, সহকারী পরিদর্শক মো. সামসুজ্জামান, মাহবুব সেলিম, সহকারী প্রোগ্রামার রঞ্জন রায়, ডিস্ট্রিক ট্রেনিং কো-অর্ডিনেটর বিন ইয়ামিন এবং আয়োজক প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাকিল আহমেদ ও সহকারী প্রধান আফজাল হোসেন।
বিডি প্রতিদিন/মুসা